Message of The Chairman

ঢাকা থেকে ২৫ কিলোমিটার দূরে মুন্সীগঞ্জ সদরে মনোরম পরিবেশে ধলেশ্বরী নদীর তীরে প্রতিষ্ঠিত প্রেসিডেন্ট প্রফেসর ইয়াজউদ্দীন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ একটি আদর্শ বিদ্যাপিঠ । ৩ একর ৮৭ শতাংশ জায়গা জুড়ে এ প্রতিষ্ঠানটি মডেল স্কুল এন্ড কলেজের সরকারি প্রকল্প হিসেবে গড়ে উঠেছে। ২০০৭ সালের ৮ ফেব্রুয়ারী ৬শঠ থেকে ৯ম শ্রেনি পর্যন্ত ২০২ জন শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। চমৎকার অবকাঠামোগত সুবিধা নিয়ে গড়ে ওঠা স্বতন্ত্রধর্মী এই শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় ১৮০০ জন ছাত্র ছাত্রী অধ্যয়ন করছে। আনন্দের সংবাদ এই যে, প্রতিষ্ঠানটি শুরু থেকেই ঢাকা শিক্ষা বোর্ড এর মেধা তালিকা অনুযায়ী জে এস সি, এস এস সি ও এইচ এস সি পরীক্ষায় মুন্সিগঞ্জ জেলায় প্রথম স্থান করে আসছে। সমন্বিত শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে এ প্রতিষ্ঠানের খেলাধুলার পাশাপাশি নৈতিক শিক্ষা এবং সহ শিক্ষা কার্যক্রমের উপর জোর দেওয়া হয়। এসব ব্যবস্থাকে আরো গতিশীল ও আধুনিক করার ক্ষেত্রে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশ্বায়নের এই যুগে তথ্যপ্রযুক্তির কোন বিকল্প নেই। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদেরকে প্রতিনিয়ত হালনাগাদ থাকতে হবে। ২০১৭ সাল থেকে এই প্রতিষ্ঠানটি School Management Software এর মাধ্যমে পরিচালিত হচ্ছে। আমি মনেকরি, এর মাধ্যমে বর্তমানে সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন “রূপকল্প ২০২১” বাস্তবায়নে সহায়ক হবে। এই পদ্ধতির মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ অভিভাবকগণ অনেক বেশি উপকৃত হবে। আমি প্রত্যাশা করি প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মচারী এই সফটওয়্যার ব্যবহারে আন্তরিক হবে। আমি প্রতিষ্ঠানের ধারাবাহিক সাফল্য কামনা করি।

মোঃ আবুজাফর রিপন, বিপিএএ

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, মুন্সীগঞ্জ ও সভাপতি
প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়ালমডেল স্কুল এন্ড কলেজ