Message of The Principal

আলোকিত মানুষ গড়ার মহান ব্রত নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজ উদ্দিন আহম্মেদ ধলেশ্বরী নদীর তীরে ২০০৭ খ্রি. ৩.৮৭ একর জমির ওপর প্রতিষ্ঠা করেন প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজ উদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ। প্রবহমান নদীর মতো নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ফলাফলের ভিত্তিতে মুন্সিগঞ্জের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে বিরল সম্মান লাভ করেছে। তথ্য প্রযুক্তির সুবিধা শিক্ষক অভিভাবক শিক্ষার্থীসহ সকলের কাছে পৌঁছে দেবার লক্ষ্যে প্রতিষ্ঠানটিতে যুক্ত করা হয়েছে ওয়েব সাইট সুবিধা। এই ওয়েব সাইটের মাধ্যমে জ্ঞানী এবং গুণীজন আমাদের একাডেমিক কার্যক্রম সম্পর্কে জানতে পারবে এবং তাঁদের সুচিন্তিত মতামত গ্রহণ করে আমরা শিক্ষা ক্ষেত্রে উন্নতির শীর্ষে কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে কোমলমতি শিক্ষার্থীদেরকে একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারবো বলে আমি বিশ্বাস করি । একাডেমিক শিক্ষা, সহপাঠ্যক্রমিক শিক্ষা এবং নৈতিক শিক্ষা সমন্বয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌছতে সর্বদা সচেষ্ট। অত্র শিক্ষা প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও উন্নতি কামনা করছি। সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।

জাকির হোসেন

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মুন্সীগঞ্জ
প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়ালমডেল স্কুল এন্ড কলেজ