ঢাকা থেকে ২৫ কিলোমিটার দূরে মুন্সীগঞ্জ সদরে মনোরম পরিবেশে ধলেশ্বরী নদীর তীরে প্রতিষ্ঠিত প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দীন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ একটি আদর্শ বিদ্যাপিঠ । ৩.০০ একর ৮৭ শতাংশ জায়গা জুড়ে এ প্রতিষ্ঠানটি মডেল স্কুল এন্ড কলেজের সরকারি প্রকল্প হিসেবে গড়ে উঠেছে। ২০০৭ সালের ৮ ফেব্রুয়ারী ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ২০২ জন শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। চমৎকার অবকাঠামোগত সুবিধা নিয়ে গড়ে ওঠা স্বতন্ত্রধর্মী এই শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় ২২০০ জন ছাত্র ছাত্রী অধ্যয়ন করছে। আনন্দের সংবাদ এই যে, প্রতিষ্ঠানটি শুরু থেকেই ঢাকা শিক্ষা বোর্ড এর মেধা তালিকা অনুযায়ী জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মুন্সিগঞ্জ জেলায় প্রথম স্থান অধিকার করে আসছে। সমন্বিত শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে এ প্রতিষ্ঠানের খেলাধুলার পাশাপাশি নৈতিক শিক্ষা এবং সহশিক্ষা কার্যক্রমের উপর জোর দেওয়া হয়। এসব ব্যবস্থাকে আরো গতিশীল ও আধুনিক করার ক্ষেত্রে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশ্বায়নের এই যুগে তথ্যপ্রযুক্তির কোন বিকল্প নেই। আমি মনেকরি, এর মাধ্যমে বর্তমান সরকার ঘোষিত “রূপকল্প ২০৪১” বাস্তবায়নে সহায়ক হবে। এই পদ্ধতির মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ অভিভাবকগণ অনেক বেশি উপকৃত হবে। আমি প্রতিষ্ঠানের ধারাবাহিক সাফল্য কামনা করি।