আলোকিত মানুষ গড়ার মহান ব্রত নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ ধলেশ্বরী নদীর তীরে ২০০৭ সালে ৩.৮৭ একর জমির ওপর প্রতিষ্ঠা করেন প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজ উদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ। প্রবহমান নদীর মতো নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ফলাফলের ভিত্তিতে মুন্সীগঞ্জের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে বিরল সম্মান লাভ করেছে। কোমলমতি শিক্ষার্থীদেরকে একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এ প্রতিষ্ঠানটি ভূমিকা রেখে চলেছে । একাডেমিক শিক্ষা, নৈতিক শিক্ষা এবং সহশিক্ষা কার্যক্রমের সমন্বয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে সর্বদা সচেষ্ট।